রাবি আন্তঃবিভাগ টিকিট খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক শিক্ষকসহ আহত হয়েছেন ২০ শিক্ষার্থী। প্রাথমিক চিকিৎসা নিতে সবাইকে রাবি মেডিকেলে নেওয়া হয়। পরে গুরুতর ৫ আহতদের রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গণিত ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা সেমিফাইনাল খেলার শেষে এই ঘটনা ঘটে। আহতরা সবাই গণিত বিভাগের শিক্ষার্থী। দুই বিভাগের শিক্ষার্থীরা পরস্পর স্লেজিং করার পর যখন ম্যানেজমেন্ট বিভাগ হেরে যায় তখন এই ঘটনা ঘটে। ম্যানেজমেন্ট বিভাগ গণিত বিভাগের ওপর চড়াও হলে সংঘর্ষ বাঁধে।