ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল এখনো ‘ফ্যাসিবাদী সংস্কৃতি’ থেকে বের হতে পারেনি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীনের সমর্থনে এক সমাবেশে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভেবেছিলেন দেশে দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি।
তিনি বলেন, শিবির কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, তবে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাজনৈতিক সহিংসতায় জড়িত, তাদের বিরুদ্ধেই নতুন প্রজন্ম অবস্থান নেবে। জাহিদুল ইসলাম আরও বলেন, বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এবং দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা গেলে দেশটি বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারে।
তিনি অতীত ও বর্তমান সরকারকে একনায়কতন্ত্র ও দমননীতির অভিযোগে অভিযুক্ত করেন। অনুষ্ঠানে জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন, যা দেশের রাজনৈতিক বিভাজন ও ইসলামী রাজনীতির বিতর্কিত অবস্থানকে আবারও সামনে এনেছে।