জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক পরিবর্তনের এক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই হেতু জনগণের অভিপ্রায়ের ‘প্রজাতন্ত্র’ নির্মাণ করতে হবে। উল্লেখ্য, ৫টি সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রণীত ৫টি স্প্রেডশিটে মোট ১৬৬টি প্রস্তাবের ওপর মতামত চাওয়া হয়েছিল। দলটি সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ রাখার পক্ষে! এছাড়া নির্বাচনের রোডম্যাপ চেয়েছে।