রফিক হারিরি হত্যার ২০ তম বার্ষিকীতে আবারো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিন বছর রাজনীতি থেকে দূরে থাকার পর জানান, তার দল ফিউচার মুভমেন্ট রাজনীতিতে প্রত্যাবর্তন করবে। আরব নিউজের প্রতিবেদন জানিয়েছে, তার পিতার প্রতিষ্ঠিত দল তাইফ চুক্তি, রাষ্ট্র গঠন, পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের আদর্শে অটল থাকবে। তিনি একটি স্বাভাবিক রাষ্ট্রের কথা বলেন, যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে কোনো অস্ত্র থাকবে না। হারিরি এই সময় তাদের প্রেসিডেন্ট, সরকার এবং নতুন ঐক্যের আশার প্রতি সমর্থন জানান।