এনবিআর ভেঙে সৃষ্টি হতে যাওয়া দুই বিভাগের দুইটি সিনিয়র সচিবের পদ ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে কর ও কাস্টমস ক্যাডারের প্রাপ্য। পদ দুইটি সংরক্ষণ করার দাবিতে কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের দুইটি অ্যাসোসিয়েশন অনড় রয়েছে। ইতোমধ্যে বিসিএস কাস্টমস ক্যাডার অ্যাসোসিয়েশন জরুরি সাধারণ সভা করেছে। এই আন্দোলনে ঢুকে পড়েছে আওয়ামী মিত্ররা। এ চক্রের হোতা সাবেক কর কমিশনার একেএম বোরহান উদ্দিন; আওয়ামী আমলে যিনি প্রকাশ্যে দলবাজি করতেন। যার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন, এই যৌক্তিক দাবিতে আওয়ামী মিত্রদের প্রবেশের সুযোগ দেবেন না!