Web Analytics

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনও আগেই ছুটি ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি অনুমোদন করা হয়েছে। নির্বাচনের পরবর্তী দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি পাবেন।

প্রেস সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে ১৩টি এজেন্ডা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রোহিত আইন, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬, তথ্য অধিকার অধ্যাদেশ-২০২৬, জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬ এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি। এছাড়া ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০২৬ ও বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট-২০২৬-এর খসড়াও অনুমোদন পেয়েছে।

শফিকুল আলম জানান, জুয়া প্রতিরোধ অধ্যাদেশে ১৯ প্রকার জুয়াকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ১৫ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ অর্থদণ্ড ৫ লাখ টাকা ও সর্বোচ্চ কারাদণ্ড ১০ বছর নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!