বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে অধিকাংশ প্রশ্ন ছিল জুলাই ঘোষণাপত্রের বিষয়ে। শহীদ পরিবারের প্রতিনিধিরা জানতে চেয়েছেন, তাঁদের স্বজনদের রক্তের বিনিময়ে ক্ষমতায় থাকা নেতা ও শাসকদের কাছে, ঘোষণাপত্র কেন পিছিয়ে যাচ্ছে এবং কখন তা বাস্তবায়িত হবে। জাহিদুল ইসলাম বলেন, তারা লজ্জিত ও চুপ থাকতে বাধ্য হয়েছেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত দুইজন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের প্রশ্নের দ্রুত উত্তর দাবি করেছেন, না হলে অফিসে গিয়ে জবাব দাবি করা হবে।