যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাছাকাছি। জার্মানির বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে টানা দুই দিনের আলোচনার পর তিনি এই মন্তব্য করেন। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা এখন পর্যন্ত সবচেয়ে আশাব্যঞ্জক পর্যায়ে রয়েছে।
এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা হয়েছে, তবে ভূখণ্ড ছাড়ের প্রশ্নটি এখনও অমীমাংসিত। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নেটোর আর্টিকেল-৫-এর আদলে নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত, যা রাশিয়া আপত্তি না জানাতে পারে। তবে এই নিশ্চয়তা স্থায়ী হবে না বলে সতর্ক করা হয়েছে।
জেলেনস্কি নতুন নিরাপত্তা প্রস্তাবের প্রশংসা করলেও রাশিয়ার কাছে কোনো অঞ্চল ছেড়ে দেওয়ার বিষয়ে মতবিরোধ বজায় রেখেছেন। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য সমঝোতা যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে।