আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে মরদেহগুলো পৌঁছালে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তা গ্রহণ করেন। আগামীকাল রোববার ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে হেলিকপ্টারে করে নিজ নিজ এলাকায় পাঠিয়ে সামরিক মর্যাদায় দাফন করা হবে।
আইএসপিআর জানিয়েছে, ১৩ ডিসেম্বর আবেইতে ইউনিসফা ঘাঁটিতে ওই হামলায় ছয়জন শান্তিরক্ষী শহীদ হন এবং নয়জন আহত হন। আহতদের মধ্যে আটজন কেনিয়ার নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সবাই আশঙ্কামুক্ত। জাতিসংঘ ও বাংলাদেশ সরকার নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।