ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) রিজার্ভ সেনা ড্যানিয়েল এদরি (২৪) গাজা ও লেবাননে দায়িত্ব পালনকালে সৃষ্ট মানসিক আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। মৃতদেহের গন্ধ, সহযোদ্ধাদের মৃত্যু ও অপরাধবোধ তাঁকে মানসিকভাবে ভেঙে ফেলে। হামাসের হামলায় নোভা ফেস্টিভালে তাঁর দুই বন্ধু নিহত হয়, যা তাঁকে আরও বিপর্যস্ত করে তোলে। চিকিৎসা চাইলেও দেরি হয়, আর ততদিনে সবকিছু শেষ। তাঁর পরিবার চায় পূর্ণ সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টি হোক, যদিও আইডিএফের নিয়মে তা অনিশ্চিত।