একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
কাশ্মীর বিষয়ে ‘বিচ্ছিন্নতাবাদ প্রচারের’ অভিযোগ তুলে জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তর এক আদেশে ২৫টি বই নিষিদ্ধ ঘোষণা করেছে। এসব বইয়ের লেখকদের মধ্যে রয়েছেন অরুন্ধতী রায়, এজি নূরানি, হাফসা কানজোয়াল, অনুরাধা বাসিন, সুমন্ত্র বোসসহ অনেকে। বইগুলোর বিরুদ্ধে অভিযোগ হলো, ‘সরকারের নজরে এসেছে যে, কিছু বই মিথ্যা বিবরণ এবং বিচ্ছিন্নতাবাদ প্রচার করছে। এই সাহিত্য যুবসমাজের মনে অভিযোগ, নিপীড়নের বোধ ও সন্ত্রাসবাদী ভাবমূর্তি সৃষ্টি করছে।’ এছাড়াও জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আ’লা মওদুদীর আল-জিহাদ ফিল ইসলাম এবং মুসলিম ব্রাদারহুডের হাসান আল বান্নার মুজাহিদের আজান বই দুটিও নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিসর কতটুকু অবশিষ্ট রইলো এ প্রশ্ন ওঠেছে।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।