গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিশ্বব্যাপী তুমুল প্রতিবাদ বিক্ষোভে ইসরাইলের আগ্রাসী শক্তির মোকাবিলা করতে হবে। তিনি বলেন, ফিলিস্তিনি নারী পুরুষ, শিশু সন্তানদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলায় বিশ্ব মানবতা চুপ করে বসে থাকতে পরে না। জাতিসংঘকে সক্রিয় হবার আহবানও জানান। তিনি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানান, গড়িমসি বন্ধ করতে বলেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের জনগণের সাথে গভীরভাবে সংযুক্ত থাকার নির্দেশনা দেন।