Web Analytics

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের দৌলতপুর মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে বুধবার সকাল ৯টার দিকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর এবং লাশের গায়ে কোনো জামাকাপড় ছিল না।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এলাকাবাসীরা কেউ নিহতকে চিনতে পারেনি। পুকুরের পারে একটি থলের মধ্যে কিছু জামাকাপড় পাওয়া যায়। লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!