বুধবার ভোরে দামেস্কের দক্ষিণে আল-কিশওয়াহ এলাকায় সিরীয় সেনা অবস্থানে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সেনা নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সিরিয়া অভিযোগ করেছে, ইসরায়েল গোলান মালভূমির বাফার জোন দখল করে ঘাঁটি স্থাপন করছে এবং হেরমন পাহাড়ে সেনা মোতায়েন করেছে। সাম্প্রতিক সুয়াইদা প্রদেশে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েল দ্রুজ জনগোষ্ঠী রক্ষার অজুহাতে এই হামলা চালিয়ে দামেস্কে চাপ বাড়িয়েছে।