সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র “অন্ধকারে” নিমজ্জিত হয়েছে। ভার্জিনিয়ার এক নির্বাচনী সমাবেশে ওবামা বলেন, ট্রাম্প প্রশাসন “আইনহীনতা ও বিবেচনাহীনতার প্রতীক।” তিনি ট্রাম্পের শুল্কনীতি ও মার্কিন শহরে জাতীয় গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে “ভুল ও বিশৃঙ্খল” বলে উল্লেখ করেন। ওবামা রিপাবলিকান কংগ্রেস সদস্যদেরও দায়ী করে বলেন, তারা জানতেন ট্রাম্প সীমা অতিক্রম করছেন, তবুও তাকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছেন। হোয়াইট হাউসকে “অন্তহীন হ্যালোইন” হিসেবে ব্যঙ্গ করে ওবামা বলেন, “সবই ধোঁকা, কোনো আনন্দ নেই।” তিনি আরও বলেন, ট্রাম্প জাতীয় ইস্যুর চেয়ে রোজ গার্ডেন পরিষ্কার রাখা ও ৩০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণে বেশি মনোযোগ দেন। শেষে তিনি জনগণকে “সত্য, সহানুভূতি ও গণতন্ত্রের পক্ষে” দাঁড়ানোর আহ্বান জানান।
                        সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।