বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেছেন, তার দল অতীতেও হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মঙ্গলবার বিকেলে মোংলার মিঠাখালী ইউনিয়নের নিতাইখালী এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এক উঠান বৈঠকে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য।
তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ এবং ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াত দীর্ঘদিন ধরে কাজ করছে। রাজনৈতিক প্রতিহিংসা ও অনিয়ম বন্ধে সৎ ও আদর্শ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক কোহিনূর সরদার ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন মনোরঞ্জন হালদার, যিনি হিন্দু সম্প্রদায়ের সামাজিক ও নাগরিক সমস্যা তুলে ধরে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সবার সহযোগিতা কামনা করেন।