আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ ও মাগুরা জেলার ছয়টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম এ তথ্য জানান। বিজিবি জানায়, ২৯ জানুয়ারি থেকে এই মোতায়েন কার্যক্রম শুরু হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের সময় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান এবং মানব পাচার রোধে বিজিবি কঠোর তৎপরতা চালাবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও পুশইন রোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে।
দুটি জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিজিবি। নির্বাচনি পরিবেশ সুরক্ষায় বিজিবি সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখবে।