Web Analytics

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন মঙ্গলবার রাতে প্রাণী কল্যাণ আইন ২০১৯–এর ৭ ধারায় মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা একে অমানবিক বলে মন্তব্য করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেয়। হাসানুর রহমান জানান, সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলো সরাতে বলেছিলেন, কিন্তু এমন পরিণতি হবে ভাবেননি। ঘটনাটি দেশে প্রাণী নির্যাতন রোধে সচেতনতা ও আইনের প্রয়োগ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!