বাগছাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর এ নেতাকে ক্যাম্পাসের বটতলা এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা যায়। পোস্টে তিনি লিখেছেন, আমি মো. নাজমুল ইসলাম, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। পদত্যাগের কারণ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বলে জানিয়েছেন।