Web Analytics

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ সলঙ্গা থানার লাঙ্গলমোড়া উত্তরপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি সিরাজগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খান।

পুলিশ ও পরিবার জানায়, দুর্ঘটনায় আব্দুল্লাহ গুরুতর মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!