Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব। ১৬ ডিসেম্বর রাতে নরসিংদীর সদর উপজেলার তরুয়া এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়সাল (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তরুয়ার বিলের পানির নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর আগে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়েছিল। গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়।

ঘটনাটির তদন্তে র‍্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে। রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে।

Card image

Related Rumors

logo
No data found yet!