Web Analytics

শুক্রবার সারা দেশে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের প্রচারে দুই দফা হামলায় চারজন আহত হন। তিনি অভিযোগ করেন, বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দীন স্বপনের সমর্থকরা হামলা চালিয়েছেন। পুলিশ জানায়, প্রচারে স্লোগান নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে সাতজন আহত হন। উভয় প্রার্থী ঘটনাটির নিন্দা জানিয়েছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চর ধানকাঠি এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের হাতাহাতিতে আরও দুজন আহত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!