ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় অংশ না নেওয়ায় খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রীদের দুপুরের খাবার বন্ধ করে দিয়েছে প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন। বুধবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুপুরে বিশেষ পান্তাভাতের আয়োজন করা হয়। বেলা ১১টায় নববর্ষের আনন্দ শোভাযাত্রায় ওই হল থেকে মাত্র সাতজন শিক্ষার্থী অংশ নেন। এতে ক্ষিপ্ত হয়ে দুপুরের পান্তাভাতের আয়োজনটি বন্ধ করে দেন হলের প্রভোস্ট ড. জালাল! হলটির ডাইনিংয়ে দুপুরে স্বাভাবিক খাবারের আয়োজনও করা হয়নি। ফলে হলের আবাসিক শিক্ষার্থীরা দুপুরের খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েন। এতে তারা প্রতিবাদ জানিয়ে প্রভোস্ট কার্যালয়ের সামনে স্লোগান দেন।