সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দলের নাম, নেতৃত্ব ও কমিটি ঘোষণা করা হতে পারে। তবে নির্বাচনী প্রতীক প্রকাশ হতে লাগতে পারে আরো সময়। যাত্রার শুরুতে দলটির শীর্ষপদ হবে ছয়টি। কেন্দ্রীয় কমিটির সদস্য হবে ১০০ থেকে ১৫০। আত্মপ্রকাশের দিনেই ঘোষিত হবে এই কমিটি। পরে এই সংখ্যা ৩০০ থেকে ৫০০ জনে উন্নীত হতে পারে। দলটি কাউন্সিলে যেতে দুই বছর সময় নেবে। দলের নামে নাগরিক, ছাত্রজনতা, রেভ্যুলেশন এর মতো শব্দ থাকতে পারে। প্রতীক হিসেবে শাপলা ও কলম নিয়ে সম্ভাব্য আলোচনা চলছে। স্থানীয় নির্বাচনকে লক্ষ্যে রেখে তৃণমূলও গুছিয়ে নিচ্ছে নতুন দল। পদ নিয়ে যে গেঞ্জাম তৈরি হয়েছিল তা মিটানো হয়েছে চারটি থেকে ছয়টি পদ তৈরি করে। কিংস পার্টির কলঙ্কও দেওয়া হচ্ছে দলটিকে!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।