Web Analytics

নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকেরা এই হামলা চালিয়েছে। এই ঘটনা শেখ হাসিনার শাসনামলে সহিংস রাজনৈতিক সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেয়। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে প্রথমে ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয় এবং একটি গাড়িতে তোলা হয়। তবে শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে ভিসা-সংক্রান্ত জটিলতায় কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে বের হতে হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। রাজনৈতিক নেতাদের ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন। আরো বলা হয়, হেনস্তার ঘটনার পর নিউইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে পুলিশের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হয়। এরইমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি এ ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে বলা হয়, আইনি ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে এর জবাব দেয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।