কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। বুধবার দুপুরে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। রিট খারিজের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আইনজীবীরা জানিয়েছেন।
এর আগে ১ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করেন। ১৭ জানুয়ারি আপিলে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। রিট আবেদনে ওই সিদ্ধান্ত স্থগিতের আবেদনও করা হয়েছিল।
শুনানিতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।