Web Analytics

চট্টগ্রামে এক দশক আগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাস, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল। রায় ঘোষণার সময় পাঁচ আসামি উপস্থিত ছিলেন, অপর পাঁচজন পলাতক।

প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা মোট আড়াই লাখ টাকা নিহত কনস্টেবলের পরিবারের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩ নভেম্বর খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকায় ডিআইজি বাংলোর সামনে ছিনতাইকারীদের হামলায় কনস্টেবল কাইয়ুম নিহত হন এবং আরও তিন পুলিশ সদস্য আহত হন।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা আবদুল কাইয়ুম ২০১২ সালের ৬ অক্টোবর পুলিশে যোগ দেন। ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়েরের পর ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!