Web Analytics

সোমবার সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার বিঘা মৎস্য ঘের তলিয়ে গেছে। বিছট গ্রামের বাসিন্দারা জানান, সকালে তারা ঈদের নামাজ শেষে খবর পান যে, আব্দুর রহিম সরদারের ঘেরের পাশের বেড়িবাঁধ ভেঙে গেছে। দ্রুত মসজিদের মাইকে গ্রামবাসীকে জানানো হয় এবং সবাই স্বেচ্ছাশ্রমে বিকল্প রিংবাঁধ তৈরি করতে চেষ্টা করেন। তবে তিন ঘণ্টা চেষ্টা করেও বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়ার পর পরই আমি দ্রুত ঘটনাস্থলে যাই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর কর্মকর্তাদের জানিয়েছি।

Card image

Related Rumors

logo
No data found yet!