তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে এবং ভবিষ্যতেও দেশের স্বার্থে আরও ছাড় দিতে প্রস্তুত। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা থাকা সত্ত্বেও বিএনপি গণতন্ত্রে বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলের সুনাম রক্ষায় নেতিবাচক কাজ থেকে বিরত থাকতে হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে শান্তি রক্ষায় সহযোগিতা করতে হবে। দলীয় নির্বাচন ব্যালট পেপারে আয়োজন করার মাধ্যমে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস রাখে—এবারের সম্মেলনের মাধ্যমে সেই বার্তাও দেওয়া হবে বলে তিনি জানান। এছাড়া তিনি শিগগিরই দেশে ফেরার আশাবাদও ব্যক্ত করেন।