চাপাইনবাবগঞ্জের কাটিমন আমের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দিয়ে শত শত মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। মৌসুম না থাকলেও ‘রসালো কাটিমন আম’ বিক্রির প্রলোভন দেখিয়ে অনলাইন পেজগুলো অগ্রিম টাকা নিয়ে আম না পাঠিয়ে উধাও হচ্ছে। ‘বিডি অফিসিয়াল ম্যাংকো হাউস’ নামের একটি পেজের মাধ্যমে রাজশাহীর চারঘাটের এক ব্যক্তি ১১ হাজার টাকা হারিয়েছেন। তদন্তে জানা যায়, পেজটির কোনো অফিস নেই এবং প্রতারকরা নড়াইল থেকে কার্যক্রম চালাচ্ছে। এদের ব্যবহৃত সিম শরিয়তপুরের এক ব্যক্তির নামে নিবন্ধিত। প্রতারণার শিকার ভুক্তভোগীসহ এলাকাবাসী এসব ভুয়া অনলাইন ব্যবসার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান অনলাইনে অর্ডার দেওয়ার আগে বিক্রেতার সত্যতা যাচাই এবং পণ্য হাতে না পাওয়া পর্যন্ত অগ্রিম টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।