Web Analytics

খুলনা জেলা ও মহানগর দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে মো. ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’ গ্রুপের সক্রিয় সদস্য। রূপসা নদীর অপর পাড়ের আইচগাতি এলাকা থেকে ১৭ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, ইজাজুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

গত ৩০ নভেম্বর আদালতের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। র‌্যাবের তথ্যমতে, সাতজন হামলাকারী এ ঘটনায় অংশ নেয় এবং এটি দুই প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপ—‘গ্রেনেড বাবু’ ও ‘পলাশ’—এর আধিপত্য ও মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের ফল। সিসিটিভি ফুটেজে ইজাজুলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা না হওয়ায় পুলিশ নিজ উদ্যোগে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে। র‌্যাব জানিয়েছে, ঘটনার পেছনের পুরো নেটওয়ার্ক শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!