ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটির কোনো গোপন ইউরেনিয়াম সমৃদ্ধি কর্মসূচি নেই এবং সব পারমাণবিক স্থাপনাই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে রয়েছে। তেহরানে এক সম্মেলনে তিনি জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলিতে বর্তমানে কোনো সমৃদ্ধি কার্যক্রম চলছে না। এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, নাতাঞ্জের কাছে নতুন সমৃদ্ধি কেন্দ্র নির্মাণ করছে ইরান। বিশ্লেষকরা মনে করছেন, আরাঘচির এই বক্তব্য ইরানের পারমাণবিক আলোচনায় ফেরার ইঙ্গিত হতে পারে। তবে তিনি যুক্তরাষ্ট্রের নীতিকে ‘অতিরিক্ত দাবিমূলক’ বলে সমালোচনা করেন। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জুন মাসের হামলার পর থেকে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে বড় কোনো কাজ হয়নি। আইএইএ বোর্ড শিগগিরই ইরানের সহযোগিতার অভাব নিয়ে নতুন প্রস্তাব বিবেচনা করতে পারে। ইউরোপীয় দেশগুলোও সম্প্রতি ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।