বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেছেন যে তার দল স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে রয়েছে এবং এর প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। বুধবার সকালে কক্সবাজারের পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে পেকুয়া উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও তানজিমে আহলে হক্ব আয়োজিত বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের শান্তি, শৃঙ্খলা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব করা হয়েছে, যা দলটি বাস্তবায়ন করবে। তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন, যা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বাতিল করে দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাসান চৌধুরী এবং সঞ্চালনা করেন ক্বারী আতাউল্লা গনি। অন্যান্য ওলামা নেতারাও বক্তব্য দেন এবং শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।