জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করেছেন এবং বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন অস্বীকার করেছেন। তিনি রোববার, ২৮ ডিসেম্বর গণমাধ্যমকে জানান, বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ঘোষণা দেন যে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার লক্ষ্যে তাসনিম জারা ইতোমধ্যে ঢাকা–৯ আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মান্ডা এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সেই হিসেবে তাকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ভোটারদের সমর্থনসংবলিত স্বাক্ষর তালিকা জমা দিতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার, তাই তাসনিম জারার হাতে সময় সীমিত।