Web Analytics

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, 'রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে। একটা আন্তা বসিয়ে অন্যসব রাস্তা এমনভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে সব মাছ সেখানে যেতে বাধ্য হয়।' কদিন আগে যমুনায় বড় একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা এমন একটা মন্তব্য করেন। আজাদ জানান, ‘সমস্যা দাঁড়ায় যখন দেখা যায়, আন্তা শব্দের মানে কেউ বুঝতে পারেন না। যিনি মন্তব্য করেছেন তার সহকর্মীদেরও বুঝতে অসুবিধা হচ্ছিলো। ভৌগোলিক কারণে এটাকে ব্যাখ্যা করার দায়িত্ব আমার কাছে এসে পড়ে। সবাইকে জানালাম আন্তা মানে মাছ ধরার ফাঁদ।’ আরও লিখেছেন, কে কতটা বুঝেছেন জানি না, তবে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে। পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টায় অনেকেই।

Card image

Related Rumors

logo
No data found yet!