Web Analytics

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের শিল্পোদ্যোক্তা সাইফুল আলম ওরফে এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, এস আলম গ্রুপের মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠান—এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস ও এস আলম ট্রেডিং—এর নামে নিয়মবহির্ভূতভাবে বিপুল ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ করা হয়। দুদকের তদন্তে দেখা যায়, ব্যাংকের সফটওয়্যারে কারসাজি করে ঋণ সীমা বাড়ানো, অননুমোদিত ঋণ প্রদান এবং অর্থ বিদেশে পাচার করা হয়। অভিযুক্তদের মধ্যে ইসলামী ব্যাংকের সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। এটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অর্থ আত্মসাতের মামলা বলে দুদক জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।