মঙ্গলবার দুপুরে মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন–কুতুবপুর সাহেববাজার এলাকার মিঠু তালুকদার, কলম ঢালীকান্দির হৃদয় ঢালী। নিহত অপর দুই আরোহীর নাম ঠিকানা জানা যায়নি। এলাকাবাসী জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকার সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অপর দুই আরোহী মারা যান।