ইরান ‘যুদ্ধবিরতি ভেঙে’ ইসরাইলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এমন অভিযোগ তুলেছে তেল আবিব। দুইটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করলে সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এই ঘটনার জেরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুর ওপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি।’ এদিকে ইসরাইলের কট্টরপন্থীরা প্রতিরোধমূলক ইরানে হামলার জন্য আহ্বান জানাচ্ছে!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।