সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ‘ডেভিল হান্ট–২’ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে নয়জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। গত ছত্রিশ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্ত ও সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সিলেট মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি, যুবলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা এবং কয়েকজন স্থানীয় সংগঠক। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপি জানায়, ‘ডেভিল হান্ট–২’ অভিযান রাজনৈতিকভাবে প্রভাবিত অপরাধচক্রের বিরুদ্ধে চলমান বিশেষ উদ্যোগের অংশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।