মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করে, তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো বা হত্যা করা হলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে যাবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি সম্পদের ক্ষতির অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লোরেস্তান প্রদেশের আজনা শহরে তিনজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এছাড়া চাহারমহল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে দুজন নিহত হয়েছেন।
চলমান বিক্ষোভ ও ট্রাম্পের সতর্কবার্তা ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় আন্তর্জাতিক মনোযোগ বাড়িয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের কোনো তাৎক্ষণিক পদক্ষেপের খবর পাওয়া যায়নি।