জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজনের নির্দেশ দিয়েছে এনসিপি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করার জন্য আহ্বায়ক এবং সদস্য সচিব নির্দেশনা দিয়েছেন। আর সভা শেষে এই কর্মসূচি পালন করা হবে।