লা লিগার শনিবার রাতের ম্যাচে রিয়াল বেতিসকে ৫–৩ গোলে হারিয়ে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরুতে এন্তোনির গোলে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় হ্যান্সি ফ্লিকের দল। স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করে দলের জয় নিশ্চিতের ভিত্তি গড়ে দেন। রুনি বার্ডঘজি ও লামিনে ইয়ামালও গোল করেন বার্সার হয়ে। দ্বিতীয়ার্ধে রিয়াল বেতিস একাধিক আক্রমণ চালিয়ে বার্সার রক্ষণে চাপ সৃষ্টি করে এবং শেষ দিকে ডিয়েগো লরেন্তে ও কুচো হার্নান্দেজের গোলে ব্যবধান কমায়। তবে বার্সেলোনার আক্রমণভাগের ধার এবং তোরেসের নিখুঁত ফিনিশিংই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ১৩ জয় নিয়ে ৪০ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। মৌসুমের মাঝপথে এসে ফ্লিকের অধীনে বার্সার শিরোপা প্রত্যাশা আরও জোরালো হলো।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।