গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের কন্যা নিধির আবেগঘন বক্তব্যে কান্না করতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে নিধির প্রশ্ন—“আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না?”—শুনে চোখ মুছতে দেখা যায় তাকে। অনুষ্ঠানে গুম ও নির্যাতনের শিকার আরও বহু স্বজন তাদের বেদনার কথা তুলে ধরেন। ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের জন্য হাসিনাসহ দায়ীদের বিচার হওয়া জরুরি।