ময়মনসিংহের লামকাইন ঈদগাহ মাঠে নামাজ আদায় নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাহ মাঠ এলাকায় রোববার ও ঈদের দিন ১৪৪ ধারা জারি করে নামাজ আদায় বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ঈদগাহ মাঠ এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফোটানো, মাইকিং বা উচ্চ শব্দযন্ত্র ব্যবহার, পাঁচজনের বেশি মানুষের জমায়েত, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। স্থানীয়রা জানান, বিগত ২০-২১ বছর ধরে ঈদের নামাজের ইমামতি করছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী। হঠাৎ এলাকায় কিছু লোকজন তাকে বাদ দিয়ে অন্য একজন ইমাম চান। এ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় উত্তেজনা বিরাজ করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।