লক্ষ্মীপুরের রায়পুরে দৃষ্টিপ্রতিবন্ধী হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করার অভিযোগে তার ছেলে মামুন দেওয়ানকে র্যাব গ্রেফতার করেছে। ১১ জুন রাতে মেঘনা বাজার এলাকায় বাবার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মামুন ধারালো দা দিয়ে হযরত আলীর মাথায় আঘাত করে, যা ঘটনাস্থলেই তার মৃত্যুর কারণ হয়। মামুন দীর্ঘদিন মাদকাসক্ত ছিল এবং হত্যার পর পালিয়ে গিয়েছিল। নিহতের বড় ভাই শাহ আলম মামলা দায়ের করেছেন। র্যাব ২০ দিন পর ২৯ জুন রাতে ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে মামুনকে গ্রেফতার করে।