বৃহস্পতিবার মালয়েশিয়া ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। অভিযানের সময় মোট ১,০৩৫ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। যার মধ্যে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয়। যাদের বৈধ কোনো কাগজপত্র নেই তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ২৪২ পুরুষ এবং ৪৬ জন মহিলা রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। আটকরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলংকা এবং সুদানের নাগরিক।