তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঙ্কারায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হায়ার নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজার সর্বশেষ পরিস্থিতি ও শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হয়। ফিদান বলেন, তুরস্ক সব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং গাজায় আবাসন ও মানবিক সহায়তা প্রদানে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
হামাস প্রতিনিধিরা জানান, তারা যুদ্ধবিরতির শর্ত পূরণ করেছে, কিন্তু ইসরাইল এখনো গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা শান্তি পরিকল্পনার অগ্রগতি বাধাগ্রস্ত করছে। তারা আরও বলেন, গাজায় প্রবেশ করা মানবিক সহায়তা এখনো জরুরি চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয় এবং ওষুধ, জ্বালানি ও আশ্রয় সামগ্রীর ঘাটতি অব্যাহত রয়েছে। উভয় পক্ষ অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের হামলা ও বসতি স্থাপনকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে।
এই বৈঠক তুরস্কের মধ্যপ্রাচ্য কূটনীতিতে সক্রিয় ভূমিকা ও ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান পুনর্ব্যক্ত করে।