Web Analytics

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুই লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে এনইসি। যা আগের অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা কম। এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৪৪ হাজার কোটি খরচের লক্ষ্য ধরা হয়েছে। বৈদেশিক সহায়তা থেকে ৮৬ হাজার কোটি টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন আট হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা। পরিবহণ ও যোগাযোগ খাতে আগামী অর্থবছরের এডিপিতে মোট বরাদ্দের ২৫ দশমিক ৬৪ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৪ দশমিক ৮ শতাংশ, শিক্ষা খাতে ১২ দশমিক ৪২ শতাংশ, গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে ৯ দশমিক ৯০ শতাংশ এবং স্বাস্থ্যে দেওয়া হয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। এ পাঁচ খাতেই বরাদ্দ গেছে এডিপির ৬৯ দশমিক ৯৩ শতাংশ।

Card image

Related Rumors

logo
No data found yet!