Web Analytics

নীলফামারীর ডিমলা শহিদ মিনার চত্বরে এক পথসভায় এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, আমরা দেখেছি পুলিশ টাকা ছাড়া কাজ করে না। গত ১৭ বছরে ডিমলার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি, লুটপাট করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সময় বিবেচনায় একাধিক শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন। এটি থাকলে দলগুলোর মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা শুরু হবে। যদি না থাকে তখন জনগণের হাতে অপশন কম থাকে। একবার একজন পরে আরেকজন ঘুরে ফিরে আসে। আরো বলেন, আমরা মনোনয়নের কালচার দেখেছি, মার্কার কালচার দেখেছি। যখন ক্ষমতাসীন দলে একটি মার্কা পায় প্রশাসন তাকে জোর করে জিতিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। নির্বাচনের আগে গণহত্যার বিচার করতে হবে উল্লেখ করে সারজিস বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন চাই তবে সেটা স্থানীয় সরকার নির্বাচন।

Card image

Related Rumors

logo
No data found yet!