অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সকালে প্রধান উপদেষ্টা সকালে স্বাধীনতা পদক তুলে দেন। এবং জীবিত অবস্থায় যেন স্বাধীনতা পুরস্কার দেওয়া যায় এইরকম নীতিমালার দিকে যাওয়ার তাগিদ দেন।